kalerkantho

সোমবার । ২ কার্তিক ১৪২৮। ১৮ অক্টোবর ২০২১। ১০ রবিউল আউয়াল ১৪৪৩

কুয়াকাটা সৈকতে বালুর ভাস্কর্যে বঙ্গবন্ধু-ইতিহাস

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি   

১৭ মার্চ, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকুয়াকাটা সৈকতে বালুর ভাস্কর্যে বঙ্গবন্ধু-ইতিহাস

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে নির্মিত ‘মুক্তিযুদ্ধের ইতিহাস ও বঙ্গবন্ধু’ শীর্ষক বালুর ভাস্কর্য। বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আজ সর্বসাধারণের জন্য এই ভাস্কর্য উন্মুক্ত করা হবে। ছবি : কালের কণ্ঠ

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে নির্মিত ‘মুক্তিযুদ্ধের ইতিহাস ও বঙ্গবন্ধু’ শীর্ষক বালুর ভাস্কর্য আজ বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবসে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে।

পটুয়াখালী জেলা পুলিশের উদ্যোগে খুলনা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ছয় শিক্ষার্থী ভাস্কর্যগুলো নির্মাণ করেছেন। ভাস্কর্য উদ্বোধন ও উন্মুক্তকরণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রেঞ্জ ডিআইজি শফিকুল ইসলাম। আগামী ২৬ মার্চ পর্যন্ত দর্শনার্থীরা ভাস্কর্যগুলো ঘুরে দেখতে পারবে। কুয়াকাটার জিরো পয়েন্ট থেকে পূর্ব দিকে ৩০০ ফুট অংশে ভাস্কর্যগুলো নির্মাণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের তৎকালীন ঐতিহাসিক দৃশ্য, ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থান।সাতদিনের সেরা