kalerkantho

শুক্রবার । ৯ আশ্বিন ১৪২৮। ২৪ সেপ্টেম্বর ২০২১। ১৬ সফর ১৪৪৩

সংক্ষিপ্ত

গুপ্তধনের কথা বলে সংঘবদ্ধ ধর্ষণ

হিলি (দিনাজপুর) প্রতিনিধি   

১৭ মার্চ, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদিনাজপুরের হাকিমপুরে একটি বাড়িতে গুপ্তধন উত্তোলনের কথা বলে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুই কথিত কবিরাজকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার হিলির বড় ডাঙ্গাপাড়ায় মন্টু মিয়ার বাড়িতে গত ৪ মার্চ রাতে ঘটনাটি ঘটে। গতকাল মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারকৃতরা হলেন দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার বিশাইনাথপুর গ্রামের মমতাজ আলীর ছেলে মোতালেব (৪০) ও ফয়জার রহমানের ছেলে ইসমাইল হোসেন (৩২)। এ ঘটনায় গতকালই পাঁচজনের নামে থানায় মামলা করেন ভুক্তভোগী। তিন আসামি পলাতক। জানা গেছে, মোতালেব ও ফয়জার মন্টু মিয়াকে বলেন, তাঁর বাড়িতে গুপ্তধন আছে এবং তাঁরা সেই গুপ্তধন তুলে দিতে পারবেন। এ জন্য একজন নারী লাগবে। তাঁদের কথামতো মন্টু ও তাঁর লোকজন বিরামপুর থেকে পাঁচ হাজার টাকায় এক নারীকে ভাড়া করে বাড়িতে নিয়ে আসেন। ৪ মার্চ রাতে মোতালেব ও ফয়জার ওই নারীর শরীরে জিন হাজির করার কথা বলে নির্জন ঘরে ধর্ষণ করেন।সাতদিনের সেরা