kalerkantho

বুধবার । ২৯ বৈশাখ ১৪২৮। ১২ মে ২০২১। ২৯ রমজান ১৪৪২

বাংলাদেশ-ভারত সচিব পর্যায়ে বৈঠক

বাণিজ্য সমস্যা সমাধানে চুক্তি করবে দুই দেশ

নিজস্ব প্রতিবেদক   

৯ মার্চ, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ, বাণিজ্য বাধা দূরীকরণ ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে উভয় দেশের বাণিজ্যসচিব পর্যায়ে বৈঠক হয়েছে। দ্বিপক্ষীয় বাণিজ্যের বিভিন্ন সমস্যা সমাধানে দুই দেশ একটি চুক্তি করতে যাচ্ছে। ‘ট্রেড রিমিডিয়াল মেজার্স’ নামের এই সমঝোতা স্মারক আগামী ছয় মাসের মধ্যে সই হবে। বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে বলে বাণিজ্য মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিব জানিয়েছেন।

গতকাল সোমবার ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে দিনব্যাপী এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাণিজ্যসচিব ড. মো. জাফর উদ্দীন এবং ভারতীয় প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির বাণিজ্য ও শিল্প সচিব অনুপ ধাওয়ান।

জানা গেছে, দুই দেশের মধ্যে প্রস্তাবিত কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট স্বাক্ষরের প্রস্তুতি চলছে। উভয় পক্ষ বর্তমানে এই চুক্তির সম্ভাব্যতা যাচাই করছে। আগামী ছয় মাসের মধ্যে সমীক্ষা শেষ করার লক্ষ্য ঠিক করা হয়েছে। আর আগামী বছরের মধ্যে চুক্তি স্বাক্ষরের পরিকল্পনা নেওয়া হয়েছে।সাতদিনের সেরা