kalerkantho

বুধবার । ২৯ বৈশাখ ১৪২৮। ১২ মে ২০২১। ২৯ রমজান ১৪৪২

সংক্ষিপ্ত

‘প্রবাসীরাও টিকার আওতায় আসবেন’

সিলেট অফিস   

৯ মার্চ, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেপ্রবাসীদের টিকার আওতায় আনার কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী ইমরান আহমদ। তিনি জানান, বিদেশগামী এবং বিদেশ থেকে আসছেন, এমন সবাইকে টিকা দেওয়ার উদ্যোগ নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এ ছাড়া প্রবাসী বাংলাদেশিরা সংশ্লিষ্ট যেসব দেশে আছেন সেখানেও যাতে টিকা নিতে পারেন, সে ব্যাপারেও চিন্তাভাবনা চলছে। সিলেট নগরের শাহি ঈদগাহ এলাকায় গতকাল সোমবার নারী উদ্যোক্তা সম্মেলন ও পণ্য প্রদর্শনীর উদ্বোধন শেষে মন্ত্রী এসব কথা বলেন। মাসব্যাপী এ প্রদর্শনীর আয়োজন করেছে সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। অনুষ্ঠানে প্রধান উদ্যোক্তা হিসেবে মিনারা বেগমকে, নির্ভীক উদ্যোক্তা ফারমিস আক্তার এবং নবীন উদ্যোক্তা নুজাহাত ইসলাম রিয়াকে সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে মন্ত্রী আরো বলেন, ‘দালালের মাধ্যমে বিদেশ গিয়ে যাতে নারীরা দুর্ভোগে না পড়েন সে জন্য তাঁদের দক্ষ করতে প্রতি জেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) তৈরি করা হবে।’ তিনি জানান, এরই মধ্যে দেশের বিভিন্ন স্থানে ৭০টি টিটিসি চালু করা হয়েছে। উইমেন্স চেম্বারের সভাপতি স্বর্ণলতা রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান, সিলেট-সুনামগঞ্জ সংরক্ষিত আসনের মহিলা সংসদ সদস্য অ্যাডভোকেট শামীমা শাহরিয়ার, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী, সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আফজাল রশিদ চৌধুরী, বরিশাল উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সভাপতি বিলকিস আহমেদ লিলি উপস্থিত ছিলেন।সাতদিনের সেরা