kalerkantho

বুধবার । ২৯ বৈশাখ ১৪২৮। ১২ মে ২০২১। ২৯ রমজান ১৪৪২

বিনা মূল্যে গ্লুকোমা চিকিৎসা বসুন্ধরা আই হসপিটালে

নিজস্ব প্রতিবেদক   

৯ মার্চ, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেবিনা মূল্যে গ্লুকোমা চিকিৎসা বসুন্ধরা আই হসপিটালে

বিশ্ব গ্লুকোমা সপ্তাহ উপলক্ষে গতকাল বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট শোভাযাত্রা বের করে। ছবি : কালের কণ্ঠ

বিশ্ব গ্লুকোমা সপ্তাহ উপলক্ষে আগামী ১৩ মার্চ পর্যন্ত বিনা মূল্যে গ্লুকোমা পরীক্ষা ও চিকিৎসা দিচ্ছে বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। নীরব অন্ধত্বের প্রধান কারণ এই গ্লুকোমা নিয়ে সচেতনতার লক্ষ্যে বাংলাদেশসহ বিশ্বে গুরুত্বের সঙ্গে সপ্তাহটি পালিত হচ্ছে।

গতকাল সোমবার সকালে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত আলোচনাসভায় ১৩ মার্চ পর্যন্ত বিনা মূল্যে গ্লুকোমা পরীক্ষার ঘোষণা দেন প্রতিষ্ঠানটির পরিচালক ডা. মো. সালেহ আহম্মেদ। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চিকিৎসক ডা. এস এম মনোয়ারুল ইসলাম, ডা. মৌটুসি ইসলাম, ডা. শরমিন সোহেলী, ডা. রুবিনা আক্তার, ডা. তাসরুবা শাহনাজ ও ডা. এম এ খালেক। প্রতিষ্ঠানটির পরিচালক ডা. মো. সালেহ আহম্মেদ বলেন, গ্লুকোমা হচ্ছে চোখের প্রেসার বেড়ে গিয়ে চোখের ভেতরের অপটিক নার্ভসহ অন্য জিনিসগুলোকে ক্ষতি করে। সাধারণত পঁয়ত্রিশোর্ধ্ব ব্যক্তিদের বেশি হয়। গ্লুকোমা সপ্তাহ পালনের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের প্রত্যেক মানুষ গ্লুকোমা রোগ সম্পর্কে যেন সচেতন হয়। গ্লুকোমা রোগের তেমন কোনো উপসর্গ থাকে না। একবার দৃষ্টিসীমা কিছুটা নষ্ট হলে সেটুকু আর ফিরেও পাওয়া যায় না।সাতদিনের সেরা