টাকা নিয়ে বিরোধের জেরে এক দুবাইপ্রবাসীকে হত্যার ঘটনায় ৯ জনকে ফাঁসির আদেশ দিয়েছেন চট্টগ্রামের আদালত। গতকাল সোমবার চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ফারজাহা আকতার এই রায় দেন। রায়ে আসামিদের ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ নাছির উদ্দিন বলেন, আসামিদের সঙ্গে পাওনা টাকা নিয়ে বিরোধ ছিল দুবাইপ্রবাসী নেছার উদ্দিন তোতার। এ বিরোধের জেরে আসামিরা তোতাকে হত্যা করেন। এই ঘটনায় অভিযোগ আদালতে প্রমাণ হওয়ায় ৯ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। তিনি আরো বলেন, এই মামলার আসামি ছিলেন ১০ জন। একজন মারা যাওয়ায় ৯ জনের বিরুদ্ধে এই দণ্ডাদেশ দেওয়া হয়েছে।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন লেডা নাছির, বাবুল, শাহিন, নুরুল ইসলাম, জোবায়ের, দিদার, আবু বক্কর, জংগু ও ইসমাইল। তাঁদের মধ্যে শাহিন আদালতে হাজির ছিলেন। অন্যরা পলাতক।
মামলার এজহারের তথ্য অনুযায়ী, ২০০৩ সালের ১ নভেম্বর বিকেলে ফটিকছড়ি উপজেলার বাসিন্দা নেছার উদ্দিন তোতাকে বাড়ি থেকে ডেকে নিয়ে ছুরি দিয়ে গলা কেটে হত্যা করা হয়।
মন্তব্য