সড়ক দুর্ঘটনায় দেশের চার জেলায় গতকাল সোমবার চারজনের প্রাণহানি ঘটেছে। আমাদের প্রতিনিধি ও নিজস্ব প্রতিবেদকদের পাঠানো সংবাদে বিস্তারিত :
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি জানান, কলাপাড়া-কুয়াকাটা সড়কের মোয়াজ্জেমপুর গ্রামে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এর চালক মো. রুবেল পাহলোয়ানের (৩০) মৃত্যু হয়েছে। পাশের ডোবায় পড়ে থাকা মৃতদেহ পুলিশ এসে উদ্ধার করে।
মেহেরপুর প্রতিনিধি জানান, মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলার গাড়াডোব পোড়াপাড়ায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তাঁর নাম আহসান আলী (৩০)। তিনি পেশায় ইলেকট্রিক মিস্ত্রি।
বাগেরহাট (মোল্লাহাট) প্রতিনিধি জানান, ঢাকা-খুলনা মহাসড়কের দেড়বোলিয়ায় সোহাগ এন্টারপ্রাইজের একটি বাসের ধাক্কায় একজন অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক নিহত হয়েছেন। তাঁর নাম মো. আবু হানিফ (৭৫)।
নরসিংদী প্রতিনিধি জানান, নরসিংদীর শিবপুরে ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাটির অজ্ঞাতপরিচয় (১২) এক যাত্রী নিহত হয়েছে। ইটাখোলা-মনোহরদী আঞ্চলিক সড়কের বাড়ৈগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মন্তব্য