kalerkantho

বুধবার । ২৯ বৈশাখ ১৪২৮। ১২ মে ২০২১। ২৯ রমজান ১৪৪২

ডুবে যাওয়া জাহাজের কয়লা উদ্ধার শুরু

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি   

৮ মার্চ, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপশুর নদে ডুবে যাওয়ার সাত দিন পর জাহাজ থেকে কয়লা উত্তোলনের কাজ গতকাল রবিবার শুরু হয়েছে। জাহাজ উদ্ধার ও কয়লা অপসারণের কাজ করছে মোংলার ‘মোংলা স্যালভেজ এন্টারপ্রাইজ’। মোংলার হাড়বাড়িয়া থেকে কয়লা নিয়ে ফিরছিল জাহাজটি।

কয়লা উত্তোলন কাজে নিয়োজিত ড্রেজারের মাস্টার হুমায়ুন কবির বলেন, ‘সপ্তাহখানেকের মধ্যে জাহাজের ভেতরে থাকা কয়লা উত্তোলন করা সম্ভব হবে।’ মোংলা স্যালভেজ এন্টারপ্রাইজের ১০ সদস্যের ডুবরিদল কয়লা উত্তোলনের কাজ করছে। একটি বিদেশি জাহাজ থেকে কয়লা নিয়ে যশোরের নওয়াপাড়ার উদ্দেশে যাচ্ছিল এমভি বিবি-১১৪৮ নামের জাহাজটি। প্রায় ৭০০ মেট্রিক টন কয়লা ছিল এতে। যাওয়ার পথে পশুর চ্যানেলের কানাইনগর এলাকায় ২৭ ফেব্রুয়ারি জাহাজটি তলা ফেটে ডুবে যায়।