kalerkantho

সোমবার । ৩১ জ্যৈষ্ঠ ১৪২৮। ১৪ জুন ২০২১। ২ জিলকদ ১৪৪২

অভয়নগরে ইউপি সদস্যকে গুলি করে হত্যা

অভয়নগর (যশোর) প্রতিনিধি   

৮ মার্চ, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেযশোরের অভয়নগরে নূর আলী (৫০) নামের এক ইউপি সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল রবিবার আনুমানিক রাত ৮টার সময় শুভরাড়া ইউনিয়নের শুভরাড়া গ্রামের বাবুরহাটে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন তিনি। এ সময় তাঁর ছেলে ইব্রাহিম (১৬) গুলিবিদ্ধ হয়। নূর আলী উপজেলার শুভরাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন।

ঘটনাস্থলে উপস্থিত অভয়নগর থানার ওসি (তদন্ত) মিলন কুমার মণ্ডল মুঠোফোনে কালের কণ্ঠকে জানান, রবিবার অভয়নগর থানা পুলিশের ৭ মার্চের আনন্দ উদযাপন অনুষ্ঠান শেষে সন্ধ্যার পর মোটরসাইকেলে করে নিজ বাড়ি ফিরছিল নূর আলী ও তাঁর ছেলে। বাববুরহাটে পৌঁছলে অজ্ঞাতপরিচয় সন্ত্রাসীরা খুব কাছ থেকে গুলি করে। গুলিতে নূরের মাথার খুলি উড়ে যায় এবং ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়।