নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষের গোলাগুলিতে সাংবাদিক বুরহান উদ্দিন মুজাক্কিরের মৃত্যুর ঘটনায় যুবলীগের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তাঁর নাম বেলাল উদ্দিন ওরফে পাঙ্খা বেলাল (৩০)। গতকাল দুপুরে বসুরহাট বাজার থেকে গ্রেপ্তার করা হয় তাঁকে। মুজাক্কির হত্যা মামলার ১৩ দিনের মাথায় এসে এই প্রথম কাউকে গ্রেপ্তার করা হলো। বেলাল উদ্দিন কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। সে ইউনিয়ন যুবলীগের একজন সদস্য। নোয়াখালী পিবিআই ইন্সপেক্টর মোস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বসুরহাট বাজারে অভিযান চালিয়ে বেলালকে গ্রেপ্তার করা হয়। বেলালকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গত ১৯ ফেব্রুয়ারি চাপরাশিরহাট পূর্ব বাজারে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ ও গোলাগুলি হয়। এক পক্ষে ছিল সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জার লোকজন। আরেক পক্ষে ছিল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান বাদলের অনুসারীরা। এই সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা যান সাংবাদিক মুজাক্কির। পরে তাঁর বাবা নোয়াব আলী মাস্টার অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের নামে মামলা করেন।
মন্তব্য