kalerkantho

শনিবার । ৯ শ্রাবণ ১৪২৮। ২৪ জুলাই ২০২১। ১৩ জিলহজ ১৪৪২

ধর্ষণ মামলার তথ্য চাইলেন সুপ্রিম কোর্ট

নিজস্ব প্রতিবেদক   

৭ মার্চ, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেগত পাঁচ বছরে সারা দেশে আদালত বা ট্রাইব্যুনালে কতগুলো ধর্ষণের মামলা করা হয়েছে, তার তথ্য জানতে চেয়ে নিম্ন আদালতের কাছে চিঠি দিয়েছেন সুপ্রিম কোর্ট প্রশাসন। দেশের সব জেলা ও দায়রা জজ, মহানগর দায়রা জজ এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারকের কাছে এ তথ্য জানতে চাওয়া হয়েছে। চিঠি পাওয়ার সাত দিনের মধ্যে এ তথ্য সুপ্রিম কোর্টের কাছে পাঠাতে বলা হয়েছে। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবরের স্বাক্ষরে এই চিঠি পাঠানো হয়।