kalerkantho

সোমবার । ১১ শ্রাবণ ১৪২৮। ২৬ জুলাই ২০২১। ১৫ জিলহজ ১৪৪২

‘জিয়ার খেতাব বাতিলের সিদ্ধান্ত হয়নি সুপারিশ হয়েছে’

নিজস্ব প্রতিবেদক   

৭ মার্চ, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের খেতাব বাতিলের সিদ্ধান্ত হয়নি, শুধু সুপারিশ করা হয়েছে। জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে গতকাল শনিবার এক আলোচনাসভায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এই তথ্য জানান। এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি উল্লেখ করে আ ক ম মোজাম্মেল হক জানান, তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হবে। মন্ত্রী বলেন, ‘এই বিষয়ে বোঝার ভুল আছে। যারা আত্মস্বীকৃত খুনি, আদালত কর্তৃক দোষী সাব্যস্ত—এমন অনেকের বিষয়ে আলোচনা হয়েছে। বঙ্গবন্ধুর খুনিদের সঙ্গে জিয়াউর রহমান জড়িত ছিলেন। তিনি যে খুনি সেটার পক্ষে অনেকেই অনেক তথ্য দিয়েছে।’ যাচাই-বাছাইয়ের পর সিদ্ধান্ত নেওয়া হবে জানিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, ‘দুই মাসের মধ্যে কমিটিকে দালিলিক প্রমাণ দাখিল করতে হবে। তারপর চুলচেরা বিশ্লেষণ করে সিদ্ধান্ত হবে।’