kalerkantho

মঙ্গলবার । ১৩ আশ্বিন ১৪২৮। ২৮ সেপ্টেম্বর ২০২১। ২০ সফর ১৪৪৩

৭ই মার্চ আয়োজনেও বিভক্তি নোয়াখালী আওয়ামী লীগে

নোয়াখালী প্রতিনিধি   

৭ মার্চ, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনোয়াখালীতে ৭ মার্চের আয়োজন নিয়েও আওয়ামী লীগে বিভক্তি দেখা দিয়েছে। স্থানীয় সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর পূর্ব নির্ধারিত সমাবেশ বিকেল ৩টায় জেলা শহরের সোনাপুর কলেজ মাঠে এবং নোয়াখালী পৌরসভার মেয়র শহীদ উল্যাহ খাঁনের সমাবেশ সকাল ১০টায় পৌর ভবন সংলগ্ন স্থানীয় বালুর মাঠে অনুষ্ঠিত হবে। অবশ্য এ নিয়ে জনসাধারণের মাঝে প্রতিক্রিয়া না থাকলেও আওয়ামী লীগের দুই পক্ষের নেতাকর্মীরা নিজেদর কর্মসূচি সফল করতে কাজ করছেন। এদিকে জেলার কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার মেয়র, সেতুমন্ত্রীর ভাই আবদুল কাদের মির্জা  বসুরহাটের বঙ্গবন্ধু চত্বরে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন। তাঁর প্রতিপক্ষ কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান গ্রম্নপ বীর উত্তম নুরম্নল হক মিলনায়তনে আলোচনাসভাসহ নানা কর্মসূচির আয়োজন করছেন।