kalerkantho

বুধবার । ১ বৈশাখ ১৪২৮। ১৪ এপ্রিল ২০২১। ১ রমজান ১৪৪২

কুষ্টিয়া ফরিদপুর রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া   

৭ মার্চ, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদীর্ঘ ২৬ ঘণ্টা পর কুষ্টিয়া-রাজবাড়ী-ফরিদপুর রুটে গতকাল শনিবার বিকেলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। রেলের বগি লাইনচ্যুত হওয়ার কারণে এই রুটে গত শুক্রবার কুষ্টিয়ার সঙ্গে খুলনা, রাজশাহী, গোয়ালন্দ ও ফরিদপুরের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। কুষ্টিয়া স্টেশনের অদূরে মিলপাড়া এলাকায় গত শুক্রবার রেল ট্রলির সঙ্গে মালবাহী ট্রেনের সংঘর্ষ হয়। এতে পাঁচটি বগি লাইনচ্যুত হয়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ দুর্ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠিত হয়েছে। এরই মধ্যে রেলওয়ের কুষ্টিয়া অফিসের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী সাইফুল ইসলামকে বরখাস্ত করা হয়েছে।

এদিকে এ ঘটনার জেরে রেলওয়ের ট্রলিম্যান শহিদুল ইসলামকে মারধরের অভিযোগে স্থানীয় আওয়ামী লীগ নেতা রনি খানের বিরুদ্ধে তাঁর ছেলে বাদী হয়ে কুষ্টিয়া সদর থানায় একটি মামলা করেছেন।

মন্তব্য