কাউকে তার সম্মতি ছাড়া শাসন করা কোনো মানুষের পক্ষেই যথেষ্ট নয়।
আব্রাহাম লিংকন
যেখানে প্রতিষ্ঠিত মানুষগুলো বেঠিক, সেখানে সঠিক হওয়া বিপজ্জনক।
ভলতেয়ার
সবচেয়ে ভালো সরকার সে-ই, যে আমাদের নিজেদের শাসন করতে শেখায়।
গ্যেটে
জনগণকে মনে করতে দিন যে তারা শাসন করছে। অতঃপর তারা শাসিত হবে।
উইলিয়াম পেন
মন্তব্য