kalerkantho

শুক্রবার । ৩ বৈশাখ ১৪২৮। ১৬ এপ্রিল ২০২১। ৩ রমজান ১৪৪২

দেশে করোনাজয়ী পাঁচ লাখ ছাড়াল

নিজস্ব প্রতিবেদক   

৫ মার্চ, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদেশে করোনাজয়ী পাঁচ লাখ ছাড়াল

দেশে করোনা সংক্রমিতদের মধ্যে পাঁচ লাখ রোগী এরই মধ্যে সেরে উঠেছে। গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন পর্যন্ত দেশে পাঁচ লাখ ৪৮ হাজার ৫৪৯ জনের শরীরে করোনার উপস্থিতি ধরা পড়েছে। তাদের মধ্যে সুস্থ হয়েছে পাঁচ লাখ ৪৬৮ জন। ভাইরাসটি প্রাণ কেড়েছে আট হাজার ৪৩৫ জনের। অর্থাৎ বর্তমানে চিকিৎসাধীন আছে ৩৯ হাজার ৬৪৬ জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি আছে এক হাজার ৬৮৩ জন।

গতকাল সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টার হিসাবে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন সাতজন। একই সময়ে নতুন শনাক্ত হয়েছে ৬১৯ জন, সুস্থ হয়েছে ৮৪১ জন। ২৪ ঘণ্টায় মৃত সাতজনের মধ্যে পাঁচজন পুরুষ ও দুজন নারী। এই সাতজনের সবাই ষাটোর্ধ্ব বয়সী।

মন্তব্য