kalerkantho

বুধবার । ১ বৈশাখ ১৪২৮। ১৪ এপ্রিল ২০২১। ১ রমজান ১৪৪২

জাহাজে উঠেছে মেট্রো রেল কোচ

নিজস্ব প্রতিবেদক   

৫ মার্চ, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেরাজধানীর মেট্রো রেলের জন্য প্রথম ধাপের ২৪টি কোচ জাপানে জাহাজে উঠেছে। গতকাল বৃহস্পতিবার জাপানি কম্পানি কাওয়াসাকি এ তথ্য জানিয়েছে। আগামী এপ্রিলে কোচগুলো বাংলাদেশে এসে পৌঁছবে। মেট্রো রেল নির্মাণ প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা ম্যাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) কম্পানি ১৪৪টি কোচ কিনতে জাপানের ভারী শিল্পপ্রতিষ্ঠান কাওয়াসাকি কম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ হয়। এ জন্য কাওয়াসাকি কম্পানিকে দিতে হয়েছে ৩৭৩ মিলিয়ন ডলার, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ তিন হাজার ১৭৩ কোটি টাকা। কোচ তৈরির পর পরীক্ষামূলক চালানো দেখার জন্য বাংলাদেশ থেকে একটি প্রতিনিধিদলের জাপানে যাওয়ার কথা থাকলেও করোনার কারণে তা সম্ভব হয়নি। পরবর্তী সময়ে এমআরটি কম্পানির নিয়োগ দেওয়া জাপানি প্রতিষ্ঠান জাপানি ইন্সপেকশন কম্পানি পরীক্ষামূলক চলাচল নিরীক্ষণ করে। এর আগে মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছিল, এপ্রিল মাসে রেল কোচগুলো জাপান থেকে জাহাজে উঠতে পারে। এখন নির্ধারিত সময়ের আগেই প্রথম ধাপের ২৪টি কোচ গতকাল জাপানে জাহাজে উঠেছে। এগুলো মোংলা বন্দরে এসে পৌঁছবে এপ্রিল মাসে। মোংলা বন্দর থেকে নিয়ে আসা হবে মেট্রো রেলের উত্তরা ডিপোতে।

মন্তব্য