kalerkantho

শুক্রবার । ৩ বৈশাখ ১৪২৮। ১৬ এপ্রিল ২০২১। ৩ রমজান ১৪৪২

সংক্ষিপ্ত

ভাসানচরে আরো ১৭৫৯ রোহিঙ্গা

নোয়াখালী প্রতিনিধি   

৫ মার্চ, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপঞ্চম ধাপের দ্বিতীয় পর্যায়ে আরো এক হাজার ৭৫৯ জন রোহিঙ্গা শরণার্থী নোয়াখালীর ভাসানচরে পৌঁছেছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ২টায় নৌবাহিনীর পাঁচটি জাহাজে করে ভাসানচরে পৌঁছায় তারা। এ নিয়ে ভাসানচরে যাওয়া রোহিঙ্গার সংখ্যা ১৩ হাজার ছাড়াল। ভাসানচর থানার ওসি মো. মাহে আলম জানান, গতকাল  পৌঁছানো রোহিঙ্গাদের মধ্যে ৪৪৫ জন পুরুষ, ৫১৬ জন নারী ও ৭৯৮টি শিশু রয়েছে। তাদের জাহাজ থেকে নামিয়ে প্রাথমিক মেডিক্যাল পরীক্ষার পর গাড়িতে করে ওয়্যারহাউসে সমবেত করা হয়। সেখানে নিয়ম-কানুন জানানো শেষে তাদের ভাসানচরের ক্লাস্টারে স্থানান্তর করা হয়। এ সময় নৌবাহিনী ও জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

মন্তব্য