kalerkantho

মঙ্গলবার । ৪ জ্যৈষ্ঠ ১৪২৮। ১৮ মে ২০২১। ৫ শাওয়াল ১৪৪

ভুল করে আ. লীগের মিছিলে লাঠিপেটা, দুই পুলিশ ক্লোজড

খুলনা অফিস   

৪ মার্চ, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেখুলনায় ভুল করে আওয়ামী লীগের কর্মসূচিতে বাধা ও লাঠিপেটার ঘটনায় দুই পুলিশ সদস্যকে খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। তাঁরা হলেন খুলনা সদর উপপরিদর্শক (এসআই) মোমিনুল রহমান ও  মিয়া রব। 

গতকাল বুধবার সন্ধ্যার দিকে নগরীর ২১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কর্মসূচিতে পুলিশের বাধা দেওয়াকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। কর্মসূচিটি নগরীর কেডি ঘোষ রোডের বিএনপি কার্যালয় সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হচ্ছিল। গত ২৭ ফেব্রুয়ারি বিএনপির মহাসমাবেশে আওয়ামী লীগ নেতাদের উদ্দেশে  বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর বক্তব্যের প্রতিবাদে সমাবেশ ও বিক্ষোভের আয়োজন করে ওয়ার্ড আওয়ামী লীগ।

খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার (দক্ষিণ) আনোয়ার হোসেন জানান, ভুল-বোঝাবুঝির কারণে এই ঘটনা ঘটেছে। যাচাই-বাছাই না করে সমাবেশে বাধা দেওয়ায় দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।