সুনামগঞ্জের পাগলা-জগন্নাথপুর-রানীগঞ্জ আউশকান্দি আঞ্চলিক মহাসড়কের নির্মীয়মাণ কুন্দানালা সেতু ভেঙে পড়ার ঘটনায় দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের ডিজাইন বিভাগের প্ল্যানিং অ্যান্ড ডিজাইন বিভাগের পক্ষ থেকে পৃথক কমিটি গঠন করা হয়েছে। সেতু মন্ত্রণালয়ের কমিটির নেতৃত্বে আছেন অতিরিক্ত সচিব জাকির হোসেন। চার সদস্যের এই তদন্ত কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। আর সওজের কমিটিতে রাখা হয়েছে অতিরিক্ত প্রধান প্রকৌশলী শিশির কুমার রাও, তত্ত্ব্বাবধায়ক প্রকৌশলী সাহাদাত হোসেন ও নির্বাহী প্রকৌশলী কাওছার আহমদকে। এই কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলে জানিয়েছেন সওজের সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম। রাজধানীর সঙ্গে সুনামগঞ্জের দূরত্ব কমাতে সুনামগঞ্জ-সিলেট সড়কের ডাবর পয়েন্ট থেকে পাগলা-জগন্নাথপুর-রানীগঞ্জ আউশকান্দি আঞ্চলিক মহাসড়ক নির্মাণ করা হচ্ছে। এই সড়কের ডাবর থেকে জগন্নাথপুর অংশে পুরাতন সেতু ভেঙে সাতটি নতুন সেতু নির্মাণ করা হচ্ছে গত বছর থেকে। গত রবিবার রাতে কুন্দানালা খালের ওপর প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে নির্মীয়মাণ সেতুটি ধসে পড়ে। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করায় সেতুটি ভেঙে পড়েছে। তবে ঠিকাদারি প্রতিষ্ঠান এম এম বিল্ডার্স এই অভিযোগ অস্বীকার করে বলছে, কারিগরি ত্রুটির কারণে ধসে পড়েছে সেতুর গার্ডার।
মন্তব্য