kalerkantho

সোমবার । ৬ বৈশাখ ১৪২৮। ১৯ এপ্রিল ২০২১। ৬ রমজান ১৪৪২

‘জনগণ সরকারের ওপর আস্থাশীল’

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি   

২ মার্চ, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটে‘জনগণ সরকারের ওপর আস্থাশীল’

ভোলা-৪ আসনের সংসদ সদস্য এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি বলেছেন, চরফ্যাশন পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের জয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি জনগণের আস্থার বহিঃপ্রকাশ। গতকাল সোমবার চরফ্যাশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন। এমপি জ্যাকব বলেন, ‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে অভাবনীয় উন্নয়নের কারণে জনগণ বর্তমান সরকারের ওপর আস্থাশীল। তিনি সময়োপযোগী সিদ্ধান্ত নিয়ে করোনা সংকট মোকাবেলা করে আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছেন। স্বপ্নের পদ্মা সেতু বাস্তবে রূপ নেওয়ায় আমাদের দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক উন্নয়নের নতুন দুয়ার উন্মোচিত হয়েছে।’ তিনি আরো বলেন, ‘সম্প্র্রতি বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের জন্য জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ লাভ করায় দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। এই ঘটনা এমন এক সময় ঘটল যখন দেশের জনগণ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালন করছে। উন্নয়নের এই ধারা অব্যাহত থাকলে বাংলাদেশ অচিরেই উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে।’ এমপি এ সময় নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

মন্তব্যসাতদিনের সেরা