kalerkantho

শুক্রবার । ৩ বৈশাখ ১৪২৮। ১৬ এপ্রিল ২০২১। ৩ রমজান ১৪৪২

কালো আইনটি প্রত্যাহারের দাবি জানাচ্ছি

নিজস্ব প্রতিবেদক   

১ মার্চ, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকালো আইনটি প্রত্যাহারের দাবি জানাচ্ছি

গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, ‘ডিজিটাল নিরাপত্তা নামের কালো আইনটি প্রত্যাহারের দাবি করছি। একই সঙ্গে ভোটাধিকারের দাবিতে জনগণকে সোচ্চার ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।’

গতকাল রবিবার গণফোরামের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য মোশতাক আহমেদ স্বাক্ষরিত বিবৃতিতে ড. কামাল এ কথা বলেন।

বিবৃতিতে আরো বলা হয়, ‘সরকারের হেফাজতে কারাগারে থাকা অবস্থায় সাংবাদিক মুশতাক আহমেদের মৃত্যুতে দেশবাসীর সঙ্গে আমিও মর্মাহত এবং নাগরিকদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছি। ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তারকৃত মুশতাকের জামিন না পাওয়া, সুস্থ মানুষটার হঠাৎ মৃত্যুতে অনেক প্রশ্নের জন্ম দিয়েছে।’

ড. কামাল বলেন, ‘অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা নামের কালো আইনটি প্রত্যাহারেরও দাবি করছি। ডিজিটাল কালো আইন বাতিলে গণতন্ত্র ও ভোটাধিকারের দাবিতে জনগণকে সোচ্চার ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।’

মন্তব্য