চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ‘বঙ্গবন্ধু চেয়ার’ পদে নিয়োগ পেয়েছেন ইতিহাসবিদ ও মুক্তিযুদ্ধ গবেষক অধ্যাপক ড. মুনতাসীর মামুন। গতকাল শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে আয়োজিত ৫২৯তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এস এম মনিরুল হাসান কালের কণ্ঠকে বলেন, সিন্ডিকেট সভায় গবেষক মুনতাসীর মামুনকে দুই বছরের জন্য বঙ্গবন্ধু চেয়ার পদে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকে এই নিয়োগ কার্যকর হবে। সিন্ডিকেট সদস্য অধ্যাপক কাজী এস এম খসরুল আলম কুদ্দুসী বলেন, অধ্যাপক মুনতাসীর মামুন একজন প্রখ্যাত ইতিহাসবিদ ও প্রথিতযশা গবেষক। এমন যোগ্য ব্যক্তির হাত ধরেই এ বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর রাজনীতি ও জীবনচর্চা আরো সম্প্রসারিত হবে। তাঁর গবেষণা কার্যক্রমের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ও এগিয়ে যাবে। পদটি নিয়ে নানা বিতর্ক সৃষ্টি হয়েছিল ক্যাম্পাসে। ২০১৯ সালের ৩ জানুয়ারি বঙ্গবন্ধু চেয়ার নির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় পদটির জন্য তৈরি নীতিমালার অনুমোদন করা হয়। একই দিন তৎকালীন উপাচার্য ইফতেখার উদ্দিন চৌধুরীকে এই পদে নিয়োগ দেওয়ার জন্য কমিটি সুপারিশ করে। এর পরিপ্রেক্ষিতে ওই বছরের ৭ মার্চ তিনি এই পদে দায়িত্ব গ্রহণ করেন।
মন্তব্য