খুলনার ডুমুরিয়া উপজেলার ভদ্রা ও হরি নদী দখল করে মাটি ভরাট, স্থাপনা ও বাঁধ নির্মাণ, ইটভাটা পরিচালনাসহ যাবতীয় কার্যক্রমের ওপর স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তিন মাসের জন্য এই আদেশ দেওয়া হয়েছে। এই আদেশ বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন দুই সপ্তাহের মধ্যে আদালতে দাখিল করতে পরিবেশ অধিদপ্তর খুলনার পরিচালক, খুলনার জেলা প্রশাসক ও এসপি, পানি উন্নয়ন বোর্ড খুলনার নির্বাহী প্রকৌশলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা, এসি ল্যান্ড এবং ওসিকে নির্দেশ দেওয়া হয়েছে।
বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দিয়েছেন। পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) এক রিট আবেদনে এই আদেশ দেওয়া হয়। গত ২৫ ফেব্রুয়ারি আদালত এই আদেশ দিলেও গতকাল শনিবার এই আদেশের তথ্য নিশ্চিত করেন রিট আবেদনকারীর আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরসেদ।
মন্তব্য