kalerkantho

বুধবার । ১ বৈশাখ ১৪২৮। ১৪ এপ্রিল ২০২১। ১ রমজান ১৪৪২

শেখ রেহানা টিকা নিলেন

নিজস্ব প্রতিবেদক   

২৫ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেশেখ রেহানা টিকা নিলেন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা শেখ রেহানা গতকাল টিকা নিয়েছেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা শেখ রেহানা করোনাভাইরাসের টিকা নিয়েছেন। প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম গতকাল বুধবার দুপুরে সংবাদ মাধ্যমকে এ তথ্য জানান।

আওয়ামী লীগের ফেসবুক পেজে শেখ রেহানার টিকা নেওয়ার সময়ের একটি ছবিও প্রকাশ করা হয়েছে। অনেকেই ছবিটি শেয়ার করেছেন, অভিনন্দন জানিয়েছেন। ফলে ছবিটি রীতিমতো ভাইরাল হয়ে গেছে।

কুর্মিটোলা জেনারেল হাসপাতালের একজন নার্সকে করোনাভাইরাসের টিকা দেওয়ার মধ্য দিয়ে গত ২৭ জানুয়ারি বাংলাদেশে বহু প্রতীক্ষিত টিকাদান কার্যক্রম শুরু হয়। এরপর ৭ ফেব্রুয়ারি শুরু হয় গণটিকাদান। বাংলাদেশে অবস্থানরত বিদেশি কূটনীতিকরাও টিকা গ্রহণ করছেন। সারা দেশে চলছে বিনা মূল্যে টিকাদান কার্যক্রম।

টিকা নিয়ে অনেকেই সেই ছবি ফেসবুকে শেয়ার করছেন, দ্রুত টিকা আনার ব্যবস্থা করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদও জানাচ্ছেন।

করোনাভাইরাসের টিকা নিলেও সবার স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে মাস্ক পরার ও স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়ে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মন্তব্য