kalerkantho

সোমবার । ২৩ ফাল্গুন ১৪২৭। ৮ মার্চ ২০২১। ২৩ রজব ১৪৪২

চট্টগ্রামে টিকার নিবন্ধন তিন লাখ ছাড়াল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

২৩ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেচট্টগ্রামে করোনাভাইরাসের টিকা পেতে গত দুই দিনে নাম লেখালেন আরো ৪১ হাজার ৯৩ জন। এ নিয়ে গতকাল মোট নিবন্ধনকৃতের সংখ্যা তিন লাখ ছাড়িয়ে গেছে। নিবন্ধনের বিপরীতে এরই মধ্যে করোনার টিকা নিয়েছেন এক লাখ ৯৫ হাজার ৭২০ জন।

চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে, জেলার ১৪ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা পেতে নিবন্ধন করেছেন এক লাখ ৪৫ হাজার ৬৩২ জন আর চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল, চট্টগ্রাম জেনারেল হাসপাতালসহ নগরের ১১টি হাসপাতালে নাম লিখিয়েছেন এক লাখ ৭১ হাজার ৯০২ জন। এ নিয়ে গতকাল দুপুর পর্যন্ত মোট নিবন্ধনকারীর সংখ্যা দাঁড়ায় তিন লাখ ১৭ হাজার ৫৩৪ জনে।

মন্তব্যসাতদিনের সেরা