রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে ১০ কেজি আফিমসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল রবিবার সকাল সোয়া ৭টার দিকে মো. সাইফুদ্দিন (৩০) নামের ওই ব্যক্তিকে তাজমহল রোড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। র্যাব-২-এর এএসপি মো. আবদুল্লাহ আল মামুন জানান, একদল মাদক কারবারি নিষিদ্ধ আফিম নিয়ে মোহাম্মদপুরের তাজমহল রোড এলাকায় অবস্থান করছে বলে গতকাল জানতে পারে র্যাব। পরে সেখানে অভিযান চালিয়ে সাইফুদ্দিনকে গ্রেপ্তার করা হয়। তাঁর হাতে থাকা ব্যাগ তল্লাশি করে প্রায় ১০ লাখ টাকা মূল্যের ১০ কেজি আফিম পাওয়া যায়।
মন্তব্য