kalerkantho

বুধবার । ৮ বৈশাখ ১৪২৮। ২১ এপ্রিল ২০২১। ৮ রমজান ১৪৪২

সংক্ষিপ্ত

পদ্মায় প্রাণ গেল শিশু সামিয়ার

মুন্সীগঞ্জ প্রতিনিধি   

২২ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপরিবারের সদস্যদের সঙ্গে পদ্মায় গোসল করতে গিয়ে লাশ হলো ১১ বছর বয়সী সামিয়া আক্তার। গত শনিবার দুপুর ১টার দিকে মুন্সীগঞ্জের লৌহজংয়ে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। লৌহজংয়ের খিদিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী সামিয়া। সে দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার স্টাফ রিপোর্টার আরাফাত মুন্নার মামাতো বোন। আরাফাত মুন্না জানান, পরিবারের সবাই মিলে গত শনিবার দুপুর ১টার দিকে লৌহজংয়ের কলমাসংলগ্ন পদ্মায় গোসল করতে নামেন। এ সময় হঠাৎ সামিয়াকে হারিয়ে ফেলেন তাঁরা। প্রথমে তাঁরা ভেবেছিলেন সামিয়া বাড়িতে চলে গেছে। কিন্তু বাড়িতে খোঁজ নিয়ে জানা যায় সামিয়া সেখানে যায়নি। পরে নদী থেকে সামিয়ার লাশ উদ্ধার করা হয়।

মন্তব্যসাতদিনের সেরা