kalerkantho

মঙ্গলবার । ১২ শ্রাবণ ১৪২৮। ২৭ জুলাই ২০২১। ১৬ জিলহজ ১৪৪২

‘নির্বাচনব্যবস্থা নিয়ে মাহবুব তালুকদারের মন্তব্য যথার্থ’

বিএনপির বিক্ষোভ আজ

নিজস্ব প্রতিবেদক   

১৭ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেনির্বাচনব্যবস্থা এখন গভীর খাদের কিনারে—নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের এ্রই মন্তব্যকে যথার্থ বলে মনে করে বিএনপি। দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী গতকাল মঙ্গলবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।

রুহুল কবীর রিজভী বলেন, ‘সুষ্ঠু ভোটের শত্রু প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও তাঁর খয়ের খাঁ কতিপয় নির্বাচন কমিশনার।’ তিনি বলেন, ‘নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার যথার্থই বলেছেন, নির্বাচনব্যবস্থা এখন গভীর খাদের কিনারে। গণতন্ত্রমনা বাংলাদেশিদের আত্মমর্যাদাকে ভূলুণ্ঠিত করেছেন সিইসি কে এম নুরুল হুদা।’

প্রসঙ্গত, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বর্তমান নির্বাচন কমিশনের চার বছর উপলক্ষে গত সোমবার এক সংবাদ সম্মেলনে বলেন, ‘যথাযোগ্য সংস্কার না করায় নির্বাচনব্যবস্থা এখন গভীর খাদের কিনারে।’

সিইসিসহ নির্বাচন কমিশনে ‘অনাচার-দুর্নীতি-অপকর্মের’ সঙ্গে জড়িতদের ‘বিচার হবেই’ মন্তব্য করে রিজভী বলেন, ‘চতুর্থ ধাপের পৌর নির্বাচন আগের ধাপগুলোর মতোই আওয়ামী সন্ত্রাসীদের দখলে। সব ভোটকেন্দ্রেই তাদের দৌরাত্ম্য ছিল আগের মতোই ব্যাপক নজিরবিহীন।’

ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ বুধবার স্বৈরতন্ত্র ও মাফিয়াতন্ত্রের পতনের দাবিতে এবং প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে বরিশাল বিভাগ বাদে সারা দেশের মহানগর ও জেলা সদরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত হবে বলে জানান বিএনপির এই নেতা। তিনি জানান, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে বিএনপির মেয়র প্রার্থীদের উদ্যোগে বৃহস্পতিবার বরিশাল মহানগরে সমাবেশ অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে বিএনপি নেতা আবুল খায়ের ভুঁইয়া, আবদুস সালাম আজাদ, মুনির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।