kalerkantho

বৃহস্পতিবার । ৯ বৈশাখ ১৪২৮। ২২ এপ্রিল ২০২১। ৯ রমজান ১৪৪২

৭ শিশু নিয়ে কোয়ারেন্টিনে ২০০ প্রবাসী

সিলেট অফিস   

২ ফেব্রুয়ারি, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেযুক্তরাজ্য থেকে গতকাল দেশে এসেছে আরো ২৩৭ জন প্রবাসী। এর মধ্যে সিলেটের ২০০ জন এবং ৩৭ জন অন্য জেলার বাসিন্দা। সিলেটে আসা প্রবাসীদের পরীক্ষা-নিরীক্ষা শেষে নগরের বিভিন্ন হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক মোহাম্মদ হাফিজ আহমদ জানান, গতকাল দুপুর সাড়ে ১২টায় বিমানের বিজি ২০২ ফ্লাইটটি ওসমানী বিমানবন্দরে অবতরণ করে। এতে ২৩৭ জন যাত্রী ছিল। এর মধ্যে সিলেটের ২০০ জন ছিল। তাদের সঙ্গে সাতটি শিশুও রয়েছে। বাকি যাত্রীদের নিয়ে পরে সিলেট থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যায় বিমানটি। সিলেটের যাত্রীরা নামার পর শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে কোয়ারেন্টিনের জন্য হোটেলে নিয়ে যাওয়া হয়েছে।

সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সিলেটে আসা ২০০ যাত্রী এবং তাদের সঙ্গে থাকা দুই বছরের নিচের বয়সী সাত শিশুসহ ২০৭ জনকে নগরের ৯টি হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

মন্তব্য