গাজীপুরে বন বিভাগের লোকজনের ওপর হামলার অভিযোগে এক চা বিক্রেতার বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাঁর নাম মো. শাহা। তিনি সদর উপজেলার শিরিরচালা গ্রামের বাসিন্দা। বন বিভাগের অভিযোগ, গত ১৭ জানুয়ারি বন ভািগের গেজেটভুক্ত জমিতে বাড়ি নির্মাণের কাজে বাধা দিতে গেলে ভবানীপুর বিটের বিট কর্মকর্তা ফরেস্টার মো. নাজিম উদ্দিন ও প্রহরীর ওপর হামলা করে শাহা ও তাঁর সহযোগীরা। তবে মো. শাহা এ নিয়ে গতকাল সোমবার নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে অভিযোগ অস্বীকার করেন। তিনি দাবি করেন, বন বিভাগের লোকজনকে জমির বৈধ কাগজপত্র দেখালেও তাঁরা চাঁদা দাবি করেন। পরে ভুয়া অভিযোগে মামলা করেন তাঁরা। এ বিষয়ে ফরেস্টার নাজিম উদ্দিন জানান, সরকারি জমি হওয়ায় নিয়ম অনুযায়ী ঘর নির্মাণে বাধা দেওয়া হয়েছে। কিন্তু শাহাসহ স্থানীয়রা বন বিভাগের কর্মকর্তাদের ওপর হামলা চালায়।
মন্তব্য