আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘সরকার চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে কোনো ধরনের হস্তক্ষেপ করবে না। চট্টগ্রামের জনগণ যাকে খুশি তাকেই ভোট দেবে।’
গতকাল সোমবার রাজধানীর শেরেবাংলানগরে তাঁর সরকারি বাসভবনে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে সেতুমন্ত্রী এ মন্তব্য করেন। তিনি আরো বলেন, ‘অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে স্বাধীন ও কর্তৃত্বপূর্ণ ভূমিকা পালনে নির্বাচন কমিশনকে সরকার সম্পূর্ণভাবে সহযোগিতা করে যাবে। সরকার জনগণের স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করবে।’
‘বিএনপির মূল দর্শনই প্রতিহিংসা’
ওবায়দুল কাদের বলেন, ‘প্রতিহিংসা বিএনপির রাজনীতির মূল দর্শন এবং তারাই এ দেশে প্রতিহিংসার রাজনীতির জনক।’
সরকার শান্তিপূর্ণ আন্দোলনে বাধা দিচ্ছে বলে করা বিএনপির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘কিন্তু যারা মানুষ হত্যার রাজনীতি করে, সন্ত্রাস আর দুর্নীতির পৃষ্ঠপোষকতা করে, তারা শান্তিপূর্ণ আন্দোলন করবে, এ দেশের মানুষ তা বিশ্বাস করে না।’
মন্তব্য