ইয়াবা কারবারে জড়িত থাকার দায়ে গতকাল রবিবার তিনজনকে ১৫ বছর করে কারাদণ্ড দিয়েছেন ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ-৭-এর বিচারক তেহসিন ইফতেখারের আদালত। ২০১৮ সালে রাজধানীর ভাটারা এলাকায় পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তারের একটি মামলায় এ রায় দেওয়া হলো। এর পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে, অনাদায়ে আরো পাঁচ মাসের কারাদণ্ড কার্যকর করা হবে। সাজাপ্রাপ্তরা হলেন মো. সেলিম হাওলাদার, মো. হেলাল উদ্দিন ও মো. ইকবাল। এখনো পলাতক থাকা আসামি ইকবালের বিরুদ্ধে পরোয়ানা জারির আদেশ দেওয়া হয়। আটক দুই আসামি সেলিম হাওলাদার, মো. হেলাল উদ্দিনের উপস্থিতিতে বিচারক রায় দেন। মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৪ এপ্রিল ভাটারা এলাকায় একটি মাইক্রোবাসের তেলের ট্যাংকের ভেতর থেকে ৪১ হাজার ইয়াবাসহ সেলিম হাওলাদার ও হেলাল উদ্দিনকে গ্রেপ্তার করে র্যাব-১।
মন্তব্য