বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর করোনাভাইরাসের টিকা নিয়ে সন্দেহের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রথমে টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন। গতকাল রবিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে নাগরিক ঐক্যের উদ্যোগে ‘গণ-অভ্যুত্থান দিবসের ডাক স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক’ শীর্ষক আলোচনাসভায় তিনি এ আহ্বান জানান।
মির্জা ফখরুল বলেন, ‘আমরা দেখছি সোশ্যাল মিডিয়াসহ সব জায়গায় এই ভ্যাকসিন নিয়ে মানুষের যথেষ্ট রকমের সন্দেহ আছে এবং ওই যে গিফট বা উপহার হিসেবে এসেছে, সেগুলো নিয়েও মানুষ অনেক কথা বলছে। আমার প্রস্তাব, মানুষের সন্দেহ, অনাস্থা দূর করার জন্য পৃথিবীর অন্য সভ্য দেশগুলো যা করেছে... যুক্তরাজ্যে রানি নিজে প্রথম ভ্যাকসিন নিয়েছেন, রাশিয়াতে পুতিন নিয়েছেন, আমেরিকাতে বাইডেন নিয়েছেন। আমি বলব, প্রধানমন্ত্রী আপনি আজকে প্রথম টিকাটা নিন। মানুষকে বলেন, এটাতে ভয়ের কিছু নেই। মন্ত্রীরা-এমপিরা টিকাগুলো নিন, তাহলে দেখবেন সব মানুষের আস্থা ফিরে আসবে।’
মির্জা ফখরুল আরো বলেন, ‘প্রথমেই বলেছি, এ দেশের মানুষকে বিনা মূল্যে টিকা দিতে হবে। আমরা আবারও বলছি, টিকা এ দেশের মানুষ নেবে। এই টিকায় আস্থা আনতে হবে এবং একই সঙ্গে সেটাকে বিনা মূল্যে মানুষকে দিতে হবে।’
মন্তব্য