রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে গতকাল জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে দুই দিনের বিয়ে উৎসব। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করেন শিল্পীরা। ছবি : কালের কণ্ঠ
দুই দিনব্যাপী বিয়ে উৎসব শুরু হয়েছে রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে। এই উৎসবের আয়োজন করেছে ‘এঞ্জিলিকা ইভেন্ট সোলিয়েশন’। গতকাল বিকেলে ফিতা কেটে উৎসবের উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।
উৎসব উপলক্ষে বিয়ের সাজে সাজানো হয়েছে লা মেরিডিয়ান হোটেলের ছাদ। উৎসব প্রাঙ্গণে আছে বিয়ের মঞ্চ থেকে শুরু করে পালকিসহ অনেক কিছু। বিয়ের সামগ্রীর সমারোহ নিয়ে রয়েছে ৪৫টি স্টল। স্টলগুলোতে কেউ বসেছে বিয়ের পোশাক নিয়ে, কেউ বা অলংকার নিয়ে। কোথাও আছে সাজসজ্জার সামগ্রী, কোথাও সুগন্ধী।
দ্বিতীয় দিনে আজ রবিবার সকাল ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে উৎসব।
বিয়ে উৎসবের টাইটেল স্পন্সর হচ্ছে লা মেরিডিয়ান হোটেল। কো-স্পন্সর হচ্ছে টিএসি পারফিউম। অ্যাসোসিয়েট পার্টনার হচ্ছে এমঅ্যান্ডএম বিজনেস কমিউনিকেশন ও এটিএন এমসিএল। মিডিয়া পার্টনার হচ্ছে কালের কণ্ঠ।
মন্তব্য