রাজধানীর বনানী ও উত্তরা এলাকা থেকে এক শিশুসহ দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার রাত ৯টার দিকে উত্তরার পূর্ব থানার আব্দুল্লাহপুর এলাকায় রাস্তার পাশ থেকে পাঁচ মাস বয়সের এক মেয়েশিশুর লাশ উদ্ধার করে পুলিশ।
উত্তরা পূর্ব থানার এসআই আবুল বাশার বলেন, আব্দুল্লাহপুরে খন্দকার সিএনজি পাম্পের পশ্চিম পাশের ফ্লাইওভারের খুঁটির পাশ থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
একই দিন রাতে বনানীর সৈনিক ক্লাব এলাকায় সড়ক দুর্ঘটনায় এক যুবকের (৩৫) মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
মন্তব্য