kalerkantho

শনিবার । ২৭ চৈত্র ১৪২৭। ১০ এপ্রিল ২০২১। ২৬ শাবান ১৪৪২

ভাষাসৈনিক আলী তাহের মজুমদার আর নেই

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা   

২৪ জানুয়ারি, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক আলী তাহের মজুমদার আর নেই। গতকাল শনিবার সকালে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার চাঁদপুর গ্রামের নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে শেষনিঃশ্বাস ত্যাগ করেন এই বিপ্লবী। তাঁর বয়স হয়েছিল ১০৬ বছর। তিনি ব্রিটিশবিরোধী আন্দোলন ও ছয় দফা আন্দোলনেও অংশ নেন।

চারু মজুমদার ও মা সাবানী বিবির ঘরে ১৯১৭ সালের ১২ ফেব্রুয়ারি আলী তাহেরের জন্ম। তিনি দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন।

ছাত্রাবস্থায় ১৯৩৫ সালে কংগ্রেসের রাজনীতির সঙ্গে যুক্ত হন। ১৯৪২ সালে ভারত ছাড়ো আন্দোলনে অংশ নেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অষ্টম পাঞ্জাব আর্মিতে যোগ দিলেও সাত-আট মাসের প্রশিক্ষণ শেষে ছুটিতে এসে আর ফিরে যাননি। তখন তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। তাঁকে বাঁচাতে কুমিল্লার তখনকার জেলা প্রশাসক আবদুল মজিদ ও পুলিশ সুপার কার্যালয়ের মোজাফ্ফর হোসেন ভূইয়া ফেনীতে জাপানি বাহিনীর বোমায় তাহের নিহত হয়েছেন বলে প্রতিবেদন পাঠান। তখন নেতাজি সুভাষ বসুর গুপ্তচর হিসেবে কাজ শুরু করেন তিনি।

মন্তব্য