চট্টগ্রামে ব্রিটিশবিরোধী আন্দোলনের নেতা যাত্রামোহন সেনগুপ্তের বাড়িতে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ জাদুঘর নির্মাণ করবে সরকার। নগরীর রহমতগঞ্জ এলাকায় অবস্থিত ভবনের বিভিন্ন অংশে গতকাল শনিবার জেলা প্রশাসনের পক্ষ থেকে এ সম্পর্কিত নোটিশ টাঙিয়ে দেওয়া হয়েছে।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) ড. বদিউল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম জাকারিয়া এবং বাকলিয়া সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন। আশরাফুল হাসান বলেন, ‘যাত্রামোহন সেনগুপ্তের বাড়ি ঐতিহাসিকভাবে গুরুত্বসম্পন্ন স্থাপনা। এই বাড়ি রক্ষায় উচ্চ আদালতের নির্দেশনাও রয়েছে। বাড়িটি রক্ষায় সরকার জাদুঘর নির্মাণ করবে।’ নোটিশের মধ্য দিয়ে জাদুঘর নির্মাণের প্রক্রিয়া শুরু হলো মাত্র। অন্যান্য আইনি প্রক্রিয়া শেষ করার মধ্য দিয়ে কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।
মন্তব্য