সৌন্দর্য মুখে নয়। সৌন্দর্য হচ্ছে হৃদয়ের আলো।
কাহলিল জিবরান
সর্বদা সূর্যালোকের দিকে মুখ রাখুন, ছায়া পেছনে পড়ে যাবে।
ওয়াল্ট হুইটম্যান
আফসোস হয়। নির্দিষ্ট বয়সের পর প্রত্যেক মানুষ তার চেহারার জন্য দায়ী।
আলবার্ট ক্যামাস
সব মানুষই চায় জীবনে তার যা অর্জন সবই চেহারায় প্রকাশ পাক।
এমারসন
মন্তব্য