kalerkantho

শনিবার । ১৪ ফাল্গুন ১৪২৭। ২৭ ফেব্রুয়ারি ২০২১। ১৪ রজব ১৪৪২

মাদকমুক্ত স্মার্ট বাকলিয়া গড়ে তুলব : শাহাদাত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম   

২৩ জানুয়ারি, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেমাদকমুক্ত স্মার্ট বাকলিয়া গড়ে তুলব : শাহাদাত

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র পদপ্রার্থী ডা. শাহাদাত হোসেন বলেছেন, ‘আমি বাকলিয়ার সন্তান। এখানকার মানুষের সঙ্গে আমার আত্মার সম্পর্ক। একসময়ের অনুন্নত এই বাকলিয়াকে বিএনপি ক্ষমতায় থাকাকালে উন্নত এলাকায় রূপান্তর করা হয়েছে। পরবর্তী সময়ে বর্তমান সরকার বাকলিয়ার প্রতি নজর দেয়নি। আমি মেয়র নির্বাচিত হলে বাকলিয়াকে মাদক, সন্ত্রাস ও আবর্জনামুক্ত আধুনিক স্মার্ট বাকলিয়ায় পরিণত করব।’

গতকাল শুক্রবার বন্দরনগরীর ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া, ১৮ নম্বর পূর্ব বাকলিয়া ও ১৯ নম্বর দক্ষিণ বাকলিয়ায় ধানের শীষের পক্ষে দিনব্যাপী গণসংযোগকালে ডা. শাহাদাত এসব কথা বলেন। এ সময় বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, হাবিব-উন-নবী খান সোহেল, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, শহীদুল ইসলাম বাবুল, ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন প্রমুখ তাঁর সঙ্গে ছিলেন।

গণসংযোগকালে পথসভায় ডা. শাহাদাত হোসেন আরো বলেন, ‘বৃহত্তর বাকলিয়ার উন্নয়নে বিএনপির অবদান সবচেয়ে বেশি। বাকলিয়ায় একসময় কোনো স্কুল-কলেজ ছিল না। বিএনপির সময়ে এখানে উচ্চ মাধ্যমিক স্কুল এবং একমাত্র শহীদ এন এম জে ডিগ্রি কলেজ প্রতিষ্ঠা করা হয়েছে। তা ছাড়া বাকলিয়া স্টেডিয়াম ও কর্ণফুলী শাহ আমানত সেতু নির্মাণ করা হয়েছে। বিএনপি বাকলিয়ার আইলকে রাস্তায় পরিণত করেছে। মসজিদ-মন্দির নির্মাণে অনুদান দেওয়া হয়েছে।’

মন্তব্যসাতদিনের সেরা