রাজধানীর আগারগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জহিরুল ইসলাম (৪৫) নামের এক ইলেকট্র্রিক মিস্ত্রি মারা গেছেন। বৈদ্যুতিক খুঁটির কাজ করতে গিয়ে গতকাল শুক্রবার তিনি মারা যান। অন্যদিকে যাত্রাবাড়ীর বাদশা মিয়া রোডে বাসের ধাক্কায় বৃহস্পতিবার আমেনা বেগম (৭০) নামের এক বৃদ্ধা মারা গেছেন। জহিরুলের সহকর্মী শফিকুল জানান, নিহতের বাড়ি কুষ্টিয়া ভেড়ামারা উপজেলায়। রাজধানীর আব্দুল্লাপুরে বসবাস করতেন তিনি। ঠিকাদারি প্রতিষ্ঠানের হয়ে বৈদ্যুতিক মিস্ত্রির কাজ করতেন তিনি। গতকাল কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান। পরে তাঁকে উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে ঢাকা মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হলে দুপুরে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এদিকে বৃদ্ধা আমেনা বেগমের গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগরে। বৃদ্ধার ছেলে আলী আশরাফ জানান, তাঁরা পরিবারসহ যাত্রাবাড়ীর সাদ্দাম মার্কেট এলাকায় বসবাস করেন। আশুলিয়ায় মেয়ের বাড়িতে যাওয়ার পথে তাঁর মা এই দুর্ঘটনায় পড়েন।
মন্তব্য