kalerkantho

বৃহস্পতিবার । ৮ ডিসেম্বর ২০২২ । ২৩ অগ্রহায়ণ ১৪২৯ । ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৪

সিনিয়র সচিব হলেন ড. মো. আবু হেনা মোস্তফা কামাল

নিজস্ব প্রতিবেদক   

২২ জানুয়ারি, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসিনিয়র সচিব হলেন ড. মো. আবু হেনা মোস্তফা কামাল

সিনিয়র সচিব পদে পদোন্নতি পেয়েছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামাল। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর-আইএসপিআর জানায়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত বুধবার এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে সিনিয়র সচিব পদে নিয়োগ প্রদান করা হয়। সিনিয়র সচিব পদে পদোন্নতি পাওয়ায় আইএসপিআরসহ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর/সংস্থার পক্ষ থেকে গতকাল বৃহস্পতিবার শেরেবাংলানগরের গণভবন কমপ্লেক্সে তাঁর অফিসকক্ষে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়। এ ছাড়া প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরাও তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

বিজ্ঞাপন

ড. মো. আবু হেনা মোস্তফা কামাল গত বছর ৬ জুলাই সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব থেকে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব পদে দায়িত্বপ্রাপ্ত হন। তিনি প্রশাসন ক্যাডারের সপ্তম ব্যাচের একজন কর্মকর্তা।সাতদিনের সেরা