kalerkantho

সোমবার । ২৩ ফাল্গুন ১৪২৭। ৮ মার্চ ২০২১। ২৩ রজব ১৪৪২

ফের শৈত্যপ্রবাহ বৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক   

২২ জানুয়ারি, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেরাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে গত বুধবার হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। গতকাল বৃহস্পতিবারও দেশের দক্ষিণাঞ্চলের কিছু এলাকায় বৃষ্টি ছিল। এতে করে রাতের তাপমাত্রা আরো কমছে। আবহাওয়া বিভাগ বলছে, তাপমাত্রা কমে আজ শুক্রবারের মধ্যে উত্তর-পশ্চিমাঞ্চলে ফের শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে। সঙ্গে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়া অফিসের তথ্য মতে, শীতকালে এ ধরনের বৃষ্টি হয়েই থাকে। এতে রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। আজ থেকে উত্তর-পশ্চিমাঞ্চলের কিছু কিছু জায়গায় শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। পরবর্তী সময়ে দেশের অন্যান্য অংশে এই প্রবাহের বিস্তার লাভ করার সম্ভাবনা রয়েছে। গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ১০.৪ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি।

মন্তব্যসাতদিনের সেরা