ভারত থেকে দেশে আসা ভ্যাকসিন সবার আগে নিতে চান বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, ‘সরকার যেখান থেকেই ভ্যাকসিন আনুক সবার আগে আমি ভ্যাকসিন নেব। আমি বয়স্ক, আমার ভ্যাকসিন লাগবে। গতকাল বৃহস্পতিবার অনলাইনে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।’ এ সময় তিনি জানান, ভ্যাকসিনের জন্য বিভিন্ন জায়গা থেকে অর্থায়ন করা হবে।
করোনার ভ্যাকসিন নেবেন কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘আমি ভ্যাকসিন নেব, অবশ্যই নেব। আমি সবার আগেই নেব। আমার তো ভ্যাকসিন দরকার, বয়স হয়েছে। ভ্যাকসিন নিলে আমরা আরো ভালো ফিল করব। কাজ করতে সুবিধা হবে। দেশের অর্থনীতি এগিয়ে নিতে আমাদের প্রচেষ্টা আরো সহজ হবে। আমি যা বলেছি সেটার কোনো ব্যত্যয় ঘটে কি না দেখবেন।’
সরকার যে ভ্যাকসিন আনছে সেটাই নেবেন কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘সরকার যেটা আনছে সেটাই নেব। যেখান থেকে আগে আসে। সব তো একই ভ্যাকসিন। একই কম্পানির ভ্যাকসিন। ম্যানুফ্যাকচারার যদি বলে একই ভ্যাকসিন তাহলে একই ভ্যাকসিন। এ পর্যন্ত আমরা দ্বিতীয় সোর্স থেকে ভ্যাকসিন আনছি বলে তথ্য পাইনি।’
প্রতি ডোজ ভ্যাকসিনের দাম কত পড়বে জানতে চাওয়া হলে অর্থমন্ত্রী বলেন, প্রতি ডোজ ভ্যাকসিনের দাম কত পড়বে সেটা স্বাস্থ্য মন্ত্রণালয় বলতে পারবে। তবে ভ্যাকসিনের জন্য বিভিন্ন অ্যাঙ্গেল থেকে অর্থ সংগ্রহ করা হবে। বেসরকারিভাবে ভ্যাকসিন আনলে যারা আনবে তারা অর্থায়ন করবে। আর সরকারিভাবে ভ্যাকসিন আনলে সেখানে অর্থ মন্ত্রণালয়ের বক্তব্য থাকবে।
মন্তব্য