রাজধানীতে গতকাল বুধবার সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) এক কর্মীসহ দুই ব্যক্তি নিহত হয়েছেন। গেণ্ডারিয়া-দয়াগঞ্জ মোড়ে দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী মো. খালিদ (৫০) নিহত হন। তিনি বাসসের টেলিফোন বিভাগে চাকরি করতেন এবং পরিবারের সঙ্গে ডেমরা এলাকায় থাকতেন। আর সকাল ৭টার দিকে কামরাঙ্গীর চর বেড়িবাঁধ এলাকায় একটি পিকআপের ধাক্কায় নিহত হন আ. রশিদ (৬০)। তিনি মিরপুর-১ নম্বরে একটি কম্পানিতে কাজ করতেন। তাঁর গ্রামের বাড়ি শরীয়তপুর সদরে। তিনি পবিবার নিয়ে কামরাঙ্গীর চরে থাকতেন।
গেণ্ডারিয়া থানার ওসি সাজু মিয়া কালের কণ্ঠকে বলেন, ঘটনার পরপরই সিটি করপোরেশনের গাড়িচালককে আটক করা হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন। মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে।
মন্তব্য