kalerkantho

রবিবার। ৫ বৈশাখ ১৪২৮। ১৮ এপ্রিল ২০২১। ৫ রমজান ১৪৪২

সংক্ষিপ্ত

৯ মাসের মধ্যে সর্বনিম্ন মৃত্যু

নিজস্ব প্রতিবেদক   

২১ জানুয়ারি, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে৯ মাসের মধ্যে সর্বনিম্ন মৃত্যু

দেশে আজ বৃহস্পতিবার করোনার টিকা আসার সুখবরের মধ্যে গতকাল বুধবার আরেকটি স্বস্তির খবর দিয়েছে স্বাস্থ্য অধিপ্তর। টানা ৯ মাসের মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পূর্ববর্তী ২৪ ঘণ্টার হিসাবে সর্বনিম্ন আটজন মারা গেছে। একই সময়ে নতুন শনাক্ত হয়েছে ৫৬৫ জন, সুস্থ হয়েছে ৬১৭ জন। সব মিলিয়ে এ পর্যন্ত মোট শনাক্ত পাঁচ লাখ ২৯ হাজার ৬৮৭ জন। মারা গেছে সাত হাজার ৯৫০ জন, সুস্থ হয়েছে চার লাখ ৭৪ হাজার ৪৭২ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৪.২৬ শতাংশ, মোট শনাক্তের হার ১৫.১৩ শতাংশ। সুস্থতার হার ৮৯.৫৮ শতাংশ, মৃত্যুর হার ১.৫০ শতাংশ।

আগের ২৪ ঘণ্টায় মারা যাওয়া আটজনের মধ্যে সবাই পুরুষ। এর মধ্যে সাতজন ঢাকা বিভাগে, একজন চট্টগ্রাম বিভাগে।

মন্তব্যসাতদিনের সেরা