kalerkantho

রবিবার। ৫ বৈশাখ ১৪২৮। ১৮ এপ্রিল ২০২১। ৫ রমজান ১৪৪২

সংক্ষিপ্ত

কামরাঙ্গীর চরে তৃতীয় দিনে ৭৩ স্থাপনা উচ্ছেদ

বিআইডাব্লিউটিএর অভিযান

নিজস্ব প্রতিবেদক   

২১ জানুয়ারি, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেকামরাঙ্গীর চরে তৃতীয় দিনে ৭৩ স্থাপনা উচ্ছেদ

রাজধানীর কামরাঙ্গীর চরে মুসলিমবাগ এলাকায় গতকাল অবৈধ স্থাপনা উচ্ছেদ করে বিআইডাব্লিউটিএ। ছবি : কালের কণ্ঠ

রাজধানীর কামরাঙ্গীর চরে বুড়িগঙ্গা তীরের দখল ঠেকাতে অভিযান অব্যাহত রেখেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডাব্লিউটিএ)। গতকাল বুধবার কামরাঙ্গীর চরের ঠোটারমাথা এলাকায় তৃতীয় দিনের অভিযানে ৭৩টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সকাল ১০টায় শুরু হয়ে এই অভিযান চলে বিকেল ৪টা পর্যন্ত। আজ বৃহস্পতিবারও একই এলাকায় অভিযান চালানো হবে বলে জানিয়েছে বিআইডাব্লিউটিএ কর্তৃপক্ষ। গতকালের অভিযানে তিনটি তিনতলা ভবন, সাতটি দোতলা ভবন, পাঁচটি একতলা ভবন, ৩৫টি আধা পাকা ভবন/দোকানঘর, একটি দোতলা টিনের ঘর, ১০টি টিনের ঘর ও ১২টি টংঘরসহ ৭৩টি স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় ০.৫০ একর নদীর তীর উদ্ধার করা হয়। চলমান অভিযান সম্পর্কে বিআইডাব্লিউটিএ ঢাকা নদী বন্দরের (সদরঘাট) যুগ্ম পরিচালক গুলজার আলী কালের কণ্ঠকে বলেন, ‘বুড়িগঙ্গার তীরে অভিযানে যে জায়গা খালি করা হয়েছিল সেগুলো ফের দখল করেছে অনেকে। এ কারণে টানা অভিযান চলছে। তিন দিনের টানা অভিযানে ২৬৯টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উদ্ধার করা হয়েছে সাড়ে চার একর নদীর তীরভূমি। আশা করছি বৃহস্পতিবারও অভিযান চলবে।’ গতকাল সকাল ১০টার দিকে কামরাঙ্গীর চরের শেখ জামাল স্কুলের পাশ থেকে অভিযান শুরু হয়। এ সময় দখল করা জায়গার আশপাশে কৌতূহলী মানুষের ভিড় জমে। ফের দখল করা জায়গার ভবন না ভাঙতে বিআইডাব্লিউটিএ কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানায়। কিন্তু এই জায়গা তাদের এমন প্রমাণ দেখাতে না পারায় অভিযান চলতে থাকে। দিনভর চলা অভিযান বিকেল ৪টায় লোহারপুলে গিয়ে শেষ হয়। আজও অভিযান চলবে বলে জানান দায়িত্বরত একজন কর্মকর্তা।

মন্তব্যসাতদিনের সেরা