ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ফ্লাইওভার নির্মাণকাজ ও অতিরিক্ত যানবাহনের চাপে বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাজীপুরের কালিয়াকৈরে প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। মহাসড়কের স্কয়ার থেকে চন্দ্রা পর্যন্ত এই যানজটে শত শত যানবাহন আটকা পড়ে। এতে ব্যাপক ভোগান্তিতে পড়েন যানবাহনের চালক-শ্রমিকসহ যাত্রীরা।
কালিয়াকৈরে খাড়াজোড়া এলাকায় ফ্লাইওভার নির্মাণকাজ চলছে।
পুলিশ, ভুক্তভোগী ও এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে ফ্লাইওভারটির নির্মাণকাজ চলছে। এ ছাড়া চার লেনের সড়কে দুই লেনে চলাচল করতে হচ্ছে। অন্যদিকে যানবাহনেরও প্রচুর চাপ থাকে। এ ছাড়া উপজেলার সফিপুর বাজার এলাকায়ও ফ্লাইওভার নির্মাণকাজ চলছে। এতে ওই এলাকায় প্রতিদিন যানজটের সৃষ্টি হয়।
গোড়াই হাইওয়ে থানার ওসি মোজাফ্ফর হোসেন জানান, পুলিশ যানজট নিরসনে কাজ করছে।
মন্তব্য