kalerkantho

রবিবার। ৫ বৈশাখ ১৪২৮। ১৮ এপ্রিল ২০২১। ৫ রমজান ১৪৪২

ভিআইপিদের আগে টিকা দেওয়ার পক্ষে রিজভী

নিজস্ব প্রতিবেদক   

২১ জানুয়ারি, ২০২১ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেভিআইপিদের আগে টিকা দেওয়ার পক্ষে রিজভী

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, ‘স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, যে ভ্যাকসিন আসছে, এটা ভিআইপিরা আগে পাবেন না। কেন, ওঁরা (ভিআইপি) আগে দেখবেন গরিব মানুষের ওপর প্রয়োগ করে, গরিব মানুষ গিনিপিগ নাকি? আগে ভ্যাকসিন দিয়ে দেখবেন ওরা মরে না বাঁচে। আমার কথা হলো, ভারত যে ভ্যাকসিন উপহার হিসেবে পাঠাচ্ছে, তা আগে ভিআইপিরা নেন। নিয়ে দেখেন, কী প্রতিক্রিয়া হয়। তারপর সাধারণ মানুষের কাছে দ্রুত পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন।’

গতকাল নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮৫তম জন্মবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী ‘বিনা মূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ বিতরণ’ অনুষ্ঠানে রিজভী এ কথা বলেন। সংগঠনের নেতা মোর্শেদ হাসান খানের সভাপতিত্বে ও সরকার মাহবুব আহমেদ শামীমের পরিচালনায় অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল বক্তব্য দেন। বিএনপি নেতা আবদুস সালাম আজাদ, আবদুল খালেক, অধ্যাপক কামরুল আহসান ও নুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

রিজভী বলেন, ‘ভিআইপি কে? মন্ত্রী-এমপিরা, ভিআইপি কে? আমলারা। ভারতে এই ভ্যাকসিন নিতে গিয়ে মারা গেছে কয়েক জায়গায়। যদিও সেখানকার মেডিক্যাল অফিসার বলছেন, এটা ভ্যাকসিনের কারণে নয়। কিন্তু ভ্যাকসিন দেওয়ার পর তো মারা গেছে। যদি পরিস্থিতি এই হয় তাহলে স্বাস্থ্যমন্ত্রী, আপনি এ দেশের মানুষকে পার্শ্ববর্তী দেশের ভ্যাকসিনের গবেষণার টেস্ট হিসেবে গরিব মানুষকে ব্যবহার করবেন না, গিনিপিগ হিসেবে ব্যবহার করবেন না। আগে নিজেরা নিয়ে দেখেন, আপনাদের শরীরে কী প্রতিক্রিয়া হচ্ছে।’ রিজভী বলেন, ‘সত্যিকার অর্থে এটা করোনাভাইরাসকে মোকাবেলার ভ্যাকসিন হলে গরিব মানুষের কাছে গ্রামে-গঞ্জে, ইউনিয়ন পর্যায়ে পৌঁছে দেওয়ার ব্যবস্থাটা আগে করেন। আপনারা বলেছেন, ভোটকেন্দ্রের মতো নাকি ভ্যাকসিনের কেন্দ্র করা হবে। সারা দেশে সে রকম হলে তো শুধু আওয়ামী লীগের লোক ও তাদের স্থানীয় নেতারা যাঁদের সার্টিফাই করবেন, তাঁরাই ভ্যাকসিন পাবেন। সাধারণ জনগণ, ভিন্নমত, ভিন্ন দল ভ্যাকসিনের সুবিধা পাবে না।’

মন্তব্যসাতদিনের সেরা