kalerkantho

বৃহস্পতিবার । ১২ ফাল্গুন ১৪২৭। ২৫ ফেব্রুয়ারি ২০২১। ১২ রজব ১৪৪২

১৮ ঊর্ধ্বের সবাইকে বিনা মূল্যে টিকা

নিজস্ব প্রতিবেদক   

২১ জানুয়ারি, ২০২১ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে১৮ ঊর্ধ্বের সবাইকে বিনা মূল্যে টিকা

যাঁদের বয়স ১৮ বছরের ঊর্ধ্বে, তাঁদের সবাইকে বিনা মূল্যে করোনাভাইরাসের ভ্যাকসিন (টিকা) দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। একই সঙ্গে তিনি জানিয়েছেন, করোনার প্রভাব থাকা সত্ত্বেও দেশের অর্থনীতি সঠিক পথে রয়েছে। শিগগিরই তা ঘুরে দাঁড়াবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

গতকাল জাতীয় সংসদে উত্থাপিত চলতি ২০২০-২১ অর্থবছরের বাজেটের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) বাস্তবায়ন অগ্রগতি বিষয়ক প্রতিবেদন উত্থাপনকালে তিনি এ তথ্য জানান।

অর্থমন্ত্রী বলেন, ‘পর্যায়ক্রমে কয়েকটি ধাপে ১৮ বছরের ঊর্ধ্বের সকল নাগরিককে বিনা মূল্যে টিকার আওতায় আনা হবে। স্বাস্থ্য মন্ত্রণালয় ভ্যাকসিন বিতরণের খসড়া পরিকল্পনা চূড়ান্ত করছে। ভ্যাকসিন সফলভাবে প্রয়োগ করার সব প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন হয়েছে।’

তিনি বলেন, ‘চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) অগ্রগতির যে চিত্র আমরা দেখলাম, তা থেকে নির্দ্বিধায় বলা যায় আমরা সঠিক পথে রয়েছি।’ করোনা মহামারি সত্ত্বেও ২০১৯-২০ অর্থবছরে ৫.২৪ শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জন করা গেছে বলে উল্লেখ করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, ‘সরকারের বাস্তবমুখী ও পর্যাপ্ত প্রণোদনা প্যাকেজগুলো বাস্তবায়নের মাধ্যমে এটি সম্ভব হয়েছে।’

মন্তব্যসাতদিনের সেরা